
এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) ভাবিচা ফুটবল মাঠে ভাবিচা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণির শিশু শিক্ষার্থী, যুবক-যুবতী ও প্রবীণরা ৪০ টি গ্রামীণ খেলায় অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে দিনভর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের (এনজিও) সহকারী পরিচালক কে এম জি রাব্বানী বসুনিয়া, ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ মিঞা, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেনসহ ভাবিচা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আব্দুল হামিদ। খেলায় তত্বাবধান করেন উপজেলা সমন্বয়কারী কহিনুর ইসলাম, শহিদুল ইসলাম এবং ঘাসফুলের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম জি রাব্বানী বসুনিয়া বলেন, শিশু, কিশোর ও প্রবীণদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন ও শিক্ষার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আয়োজন করা হবে জানান তিনি।