
মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের নেতৃত্ব দেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নীলফামারী এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশ, নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহিদ বুদ্ধিজীবী দিবসে তাঁদের এই আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে নীলফামারী জেলা পুলিশ।