
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পাহাড়ের পাড়ায় পাড়ায় প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।
১ডিসেম্বর হতে পাহাড়ের গ্রামে গ্রামে চার্চের সাধারণ মন্ডলীর অংশগ্রহণের মাধ্যমে প্রাক বড়দিন উদযাপন। বড়দিন এ উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ আড্ডায় মুখর হয়ে ওঠে পাড়ায় পাড়ায়।
আয়োজকরা জানান, প্রাক বড়দিন উদযাপনের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
এসময় পাড়ায় নতুন গীর্জায় উদ্বোধন ও চার্চের শিশু/সন্তান উৎস্বর্গ সহ নানান ধরনের আয়োজন যা ২৫ডিসেম্বর পর্যন্ত চলবে।