
জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।
গত ১২ই ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুমা ত্রিপুর নদী পাড়া গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান মুন্না, সংগঠনের সেক্রেটারি মোঃ রন্জু ইসলামের পরিচালনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাহিগন্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ ইসলাম।
এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আফজাল হোসেন। এবং জাফরগন্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক হাবিবুর হাবিব সহ গনমাধ্যম ব্যাক্তিবর্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক রন্জু ইসলাম বলেন, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব ও অসহায় দুস্থ মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে,আমরা পীরগাছা উপজেলার সকল মানুষের সহযোগিতায় ফ্রিতে প্রতোক গরীব অসহায় দুস্থ মানুষদের রক্ত দান, শীতবস্ত্র, পঙ্গু লোকদের হুইল চেয়ারসহ অন্যান্য সামাজিক কাজ গুলো বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য।
সভাশেষে সংগঠনের পক্ষ থেকে শ্রেষ্ঠ অনুপ্রেরণা এবং সহযোগিতাকারী অভিভাবক হিসেবে সম্মাননা প্রদান করা হয়, মোঃ আনোয়ার হোসেন,ও আতিয়ার রহমান কে।