রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ইনচার্জ( ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কটিয়াদী উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।