
লেখক: সাবিত রিজওয়ান
সে আমার ভাই, কিন্তু সে আমার চোখে হিরো বা বটগাছ নয়—সে অপরাধী।
সে আমার অপরাধ করেছে।
বৈষম্যের শিকার হয়েছি পরিবার থেকে, হয়েছি সমাজ থেকে।
আমাকে ছোটবেলা থেকে যা বলা হলো, যা শেখানো হলো, পড়ানো হলো—
“ঠিকটা ঠিক, ঠিকটা ঠিক নয়।”
আমি দুর্বল হয়েছি ঠিক এই জায়গাগুলো থেকেই।
আমার পছন্দ-অপছন্দের কোনো গুরুত্ব ছিল না।
আমি দাসত্ব পছন্দ করি না।
আরও অনেক কিছু পছন্দ করি না।