
কলমেঃ শামিম হোসেন (ইভান)
ডিসেম্বর, ডিসেম্বর!
যখন তুমি এলে—
মনে হয় এলো বিজয়ের হাওয়া,
ডিসেম্বরে হয়েছিল মোদের দেশমাতৃকার পরম পাওয়া।
ডিসেম্বরের মাঝের একদিন পরে,
সমস্ত দুঃখ যেন সেদিন ঝরে পড়ে—
সেদিন আমাদের বিজয়োল্লাস,
সেদিন মোদের অবসান ঘটেছিল দীর্ঘ নয় মাসের যুদ্ধের ক্লান্তি ও ত্রাস।
ডিসেম্বর এলে, শীতের স্নিগ্ধতা নিয়ে,
ডিসেম্বর এলে, বিজয়ের হাওয়া বয়ে।
ডিসেম্বর এলে, জাতীয় পতাকা উড়িয়ে,
ডিসেম্বর এলে, স্বাধীন সার্বভৌম মাতৃভূমি নিয়ে।
ডিসেম্বর তুমি, ত্রিশ লক্ষ শহিদের আর্তনাদ,
ডিসেম্বর তুমি, লাখো মা-বোনের হৃদয়ের অশ্রুপাত।
ডিসেম্বর তুমি, মুক্তির আনন্দে মুক্তিযোদ্ধাদের বিজয়রাত,
ডিসেম্বর তুমি, দেশদ্রোহী রাজাকারদের করেছিলে উন্মাদ।
ডিসেম্বর যে বয়ে যাওয়া রক্তের সাগর,
ডিসেম্বর যে বহন করো মুক্তিযোদ্ধার ভেঙে যাওয়া পাঁজর।
ডিসেম্বর তুমি বাংলাদেশের উত্থান,
ডিসেম্বর তুমি বিজয়ের জয়গান।
ডিসেম্বর তুমি মুক্তিযোদ্ধাদের অবদান,
ডিসেম্বর, ডিসেম্বর—তুমি চির অম্লান।
১৯৭১-এর এই ডিসেম্বর মাসে উচ্চারিত হয়েছিল
বাঙালির স্বাধীনতা লাভ ও বিজয়ের কণ্ঠস্বর—
এজন্যই তোমাকে বড্ড বেশি ভালোবাসি, প্রিয় ডিসেম্বর।