
কলমেঃ সোনালী বসু
বিজয় তুমি নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল,
বিজয় তুমি লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো অশ্রুজল,
বিজয় তুমি পাকিস্তানী বর্বর হায়েনাদের অত্যাচারের দলিল,
বিজয় তুমি ত্রিশ লক্ষ শহীদের রক্তের সলিল!
বিজয় তুমি সাড়ে সাত কোটি মানুষের মুক্তির স্বাদ,
বিজয় তুমি কৃষক শ্রমিক মুটে মজুরের মুষ্টিবদ্ধ হতের প্রতিবাদ।
বিজয় তুমি বাঙালির বুকে স্বাধীনতার স্বর্গীয় উদ্যান,
বিজয় তুমি ১৯৭১ এ নিরীহ বাঙালির উপর বর্বরোচিত উপখ্যান।
বিজয় তুমি পাখির কলতানে মুখোরিত রাঙা সকাল,
বিজয় তুমি ভোরের সূর্য পূর্ব দিগন্তে লালে লাল,
বিজয় তুমি ফসলের মাঠে কৃষকের ঘাম,
বিজয় তুমি ভাই হারা বোনের অশ্রুর দাম।
বিজয় তুমি মেঠোপথে রাখালিয়া বাঁশির সুর,
বিজয় তুমি চঞ্চলা কিশোরীর পায়ের ণূপুর।
বিজয় তুমি মায়ের স্নেহের আঁচল
বিজয় তুমি বাংলার মুক্তিকামী মানুষের যশোর রোডের ঢল,
বিজয় তুমি বাঙালির শীতের পিঠা, মিষ্টি সোনা রোদ ঝলমল,
বিজয় তুমি নববধূর চোখে হারানো অশ্রু টলমল,
বিজয় তুমি পৌষের শীতে স্বাধীনতার উষ্ণ চাদর,
বিজয় তুমি চির অমলিন, চিরস্মরণীয় ১৬ ডিসেম্বর।