
কলমে: নাজমুন নাহার
নয়টি মাসের যুদ্ধের পরে,
পেলাম স্বাধীন দেশ,
লাল-সবুজের রঙে আঁকা,
সোনার বাংলাদেশ।
১৬ই ডিসেম্বর নয় শুধু
বিজয়ের দিন,
এ দিন শত বাবা মায়ের
অশ্রু ঝরানো দিন।
এ মাস নয় শুধু বিজয়
ভরা উল্লাসের মাস
এ মাস ১৬ কোটি জনতার
বুক ভরা আর্তনাদ।
বড় ত্যাগে কেনা এই মাটি
ভুলব না আর কোনদিন
শহীদের রক্তে ভেজা ধরা
তাদেরই আছে প্রতিদিন।
বাংলা ভাষা, বাংলা গান,
গেয়ে যাই বারবার
এই দেশ আমার গর্ব,
এই দেশেরই প্রেম অপরিসীম বরাবর।
এসো সবাই শপথ করি
গড়ব দেশ আপন হাতে,
সোনার বাংলা গড়তে চাই
প্রভুর রহমতের সাথে।