মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামীর মানবিক বাংলাদেশ বির্নিমাণে জামায়াত বদ্ধপরিকর।স্বাধীনতার বিজয় জাতিকে বিভক্তির দিকে নয়। মূলতঃ সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার আহবান জানিয়েছে। আর আগামীর মানবিক বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর।
১৫ ডিসেম্বর, বিকাল ৪ টায় কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, উপজেলা সেক্রেটারি তারেক হোছাঈন, লোহাগাড়া উপজেলার কর্মপরিষদ সদস্য প্রফেসর মুহাম্মদ হাছান, সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, কেরানীহাট শাখা শাহজাহান নাছির, ঢেমশা ইউনিয়নের সভাপতি জাবেদ হিশাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধের বীর শহীদগণ শোষণমুক্ত দেশ গঠনে জীবন উৎসর্গ করেন। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আদর্শবাদী দল হিসেবে জামায়াতের কর্মীরা জীবন বাজি রেখে রক্ষা করবো, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করলেও ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ নেয়া সম্ভব হয়নি। দেশের শাসকগণ জনগণকে শোষণ করেছে। তাই জনগণ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।
জেলা আমীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কেরানীহাটে বিশাল বিজয়র্্যালী অনুষ্ঠিত হবে।