
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) লুদরপুর গ্রামের মরহুম আবুল কাস সাহেবের সুযোগ্য মেয়ে যুক্তরাজ্য প্রবাসী চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাজমিনা ইয়াসমিন ও তার পরিবারের সহযোগিতায় Mission vision এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
এতে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞগণের তত্বাবধানে এলাকার প্রায় পাঁচশত চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী ডাঃ সাইদ তোফায়েল রহমান, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শেখ ফজর আলী, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মোঃ জিলু মিয়া, মরহুম আবুল কাস সাহেবের একমাত্র ছেলে যুক্তরাজ্য প্রবাসী লিলন আহমদ, লুদরপুর যুবসমাজের দায়িত্বশীল তোফায়েল আহমদ, সুজন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী পারভেজ আহমদ, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য শেখ সেলিম আহমদ, আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, কিরণ আহমদ, রাসেল আহমদ, আব্দুল হালিম, হানিফ আহমদ, জামিল আহমদ, কিবরিয়া আলম শিপু, প্রভাকরপুর গ্রামের ছাব্বির আহমদ প্রমুখ।
এলাকাবাসী ফ্রী চক্ষু শিবির আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।