
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১২ টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নীলফামারী জেলা চেয়ারম্যান তাজমুল হাসান সাগর। তিনি বলেন, এই ফলাফল শুধু একটি পরীক্ষার সমাপ্তি নয়, এটি জ্ঞান অর্জনের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বিশ্বাস করে-আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের মেধাবী প্রজন্ম। মেধা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই প্রকৃত মেধার বিকাশ ঘটে। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের গভীরতা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও ভালো মানুষ হওয়ার মানসিকতা গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই অর্জন একটি ভিত্তি মাত্র। সামনে আরও বড় লক্ষ্য অর্জনের সুযোগ রয়েছে। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশে তিনি বলেন, ব্যর্থতায় হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে, কারণ ব্যর্থতাই সাফল্যের সোপান।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তাজমুল হাসান সাগর বলেন, সন্তানদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিতে হবে। একজন ভালো মানুষই একটি সুন্দর সমাজ উপহার দিতে পারে।
শেষে তিনি বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে এবং জ্ঞানের আলোয় আলোকিত একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।