সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

পীরগঞ্জে ধংস্তুপে পরিনত হয়েছে শাল বাগান ও বনগুলো

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ Time View

 

মোঃ আশিক খান নিতু,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি;

ঠাকুরগাঁও জেলার টাঙন নদীর আঁচলে মোড়ানো ছোট্ট একটা উপজেলা পীরগঞ্জ।

এই টাঙন নদীর তীর ঘেঁষে রয়েছে কিছু শালবন যা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, পীরগঞ্জ এলাকায়।

পঞ্চগড় জেলা (বোদা ও তেঁতুলিয়া সংলগ্ন অঞ্চল),
আংশিকভাবে দিনাজপুর জেলার উত্তরাংশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলগুলোর অর্থনীতি,কৃষি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রয়েছে দুটো শালবন। এরমধ্যে উল্লেখযোগ্য পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের কাছে, টাঙন নদীর পাশ দিয়ে সাগুনি শালবন, যার আয়তন ৬৫ একর সংরক্ষিত বনভূমি হিসেবে উল্লেখ আছে।

সাগুনি শুধু ছোট একটা বন নয় স্থানীয়রা পীরগঞ্জ উপজেলার ফুসফুস মনে করেন ঠাকুরগাও বাসি
এই বন গুলো ঐতিহ্য ও ইতিহাসে অংশ বিশেষ।

পীরগঞ্জের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ বন নীর্ভীক সৈনিকের মতো একাই লড়ে যাচ্ছে দীর্ঘকাল থেকেই।
কিন্তু হতাশার বিষয় হচ্ছে দীর্ঘদিন অবহেলা ও যত্নের অভাবে পীরগঞ্জ বাসির ফুসফুস রোগাক্রান্ত প্রায় বলা যেতে পারে।
আশংকাজনক ভাবে কমেছে বনের ঘনত্ব, নজরদারীর অভাবে বনের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত ও ধংসের মুখে প্রায়।

এই শাল বনটির পাশেই টাঙন নদী, এই নদী থেকে অবৈধ্য বালু উত্তোলনের জন্য বর্ষা মৌসুমে এই বনটির অংশ বিশেষ ভাঙনের শিকার হচ্ছে।
বনের ভেতরে ও বাইরে থাকা বাঁশঝাড় থেকে দিন দুপুরে বাঁশ, গাছ এবং গাছের ডাল কাটা হচ্ছে। বনের পাশ থেকে মাটি উত্তোলন ও মাটি কেটে এলাকার আশে পাশে থাকা কৃষি জমির আয়তন বাড়িয়ে কমে যাচ্ছে বনটির আয়তন।

বনের ভিতরে বিভিন্ন অপকর্ম ও অনৈতিক অপরাধ নজরে পড়ে, বনের ভেতর দিয়ে ট্রাক্টর দিয়ে বালু পরিবহন এখানকার প্রতিদিনের ঘটনা।

সাগুনি আসলে এখন আর বন নেই,এটার দেখভালের যেন কেউ নেই,চোখের সামনেই সাগুনি ধুঁকছে, হারিয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব বন, ধুঁকে ধুঁকে এই বনের মৃত্যু খুব কাছাকাছি।

বাবুই পাখি পরিবেশ রক্ষা ও বন্য প্রাণী শিকার প্রতিরোধ নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে এই পঞ্চগড়, ঠাকুরগাও ও দিনাজপুর জেলার বিভিন্ন বন ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মো:রাকিবুল হাসান রনি বলেন, বাংলাদেশ বনবিভাগ, উপজেলা প্রশাসন, ভূমিমন্ত্রনালয় ও স্থানীয় সকল সচেতন নাগরিকদের উচিৎ এখনি এগিয়ে আসা,
এই বন আমাদের প্রত্যেকের অমূল্যবান সম্পদ এবং এই বন রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102