
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচিফ চট্টগ্রাম:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগাড়া উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সিফাত হোসেন, লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, সাতকানিয়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এস এম ইউনুস, যুব শক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক আমজাদ হোসেন, ছাত্রশক্তি লোহাগাড়া উপজেলা সংগঠক আব্দুল্লাহ আল ওয়ালিদ, সাঈদ হোসেন মানিক, হুমায়ুন রশিদ সাব্বিরসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।