শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর নিবাসী ও হলিয়ারপাড়া জামেয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হকের ছেলে, উক্ত মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র সাকিবুল ইসলাম সাফওয়ান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর আমাদের মাঝে নেই।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহপাঠী, শিক্ষকবৃন্দ ও হবিবপুর এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম সাকিবুল ইসলাম সাফওয়ান ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও ধর্মপ্রাণ ছাত্র। তাঁর মৃত্যুতে মাদ্রাসা কর্তৃপক্ষসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।