
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
দেশের নামে লেখা একটি লেখার মাধ্যমে এই দিনটিকে আরও অর্থবহ করে তুলতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বিজয় দিবস উপলক্ষে আজকালের আলো পত্রিকায় আমার আঁকা কয়েকটি ছবি ও আমার লেখা “অন্ধকার চিরে জন্ম নেওয়া আলোর নাম বিজয় দিবস” আজ ১৬ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে এ জন্য আমি সত্যিই ভীষণ আনন্দিত। একজন লেখক এর একটি লেখা তৈরি করতে যে শ্রম, ধৈর্য ও নীরব মানসিক কষ্ট পোহাতে হয়, প্রকাশের মুহূর্তে সেই সমস্ত ক্লান্তি অনেকটাই দূরে সরে যায়। এই প্রকাশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকালের আলো পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু ভাইকে। পাশাপাশি এই পত্রিকার সঙ্গে যুক্ত সকল কলাকৌশলী ও কর্মীদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। বিশেষভাবে কৃতজ্ঞ আহমেদ হোসাইন ছানু ভাইয়ের প্রতি ব্যক্তিগত আন্তরিকতা ও মানবিক উদ্যোগে তিনি আমার সব সময় সকল লেখা প্রকাশ করে থাকেন ।এই লেখাটি ও বিভিন্ন পত্রিকায় প্রকাশের জন্য সহযোগিতা করেছেন। তাঁর মতো পরোপকারী মানুষ সমাজে সত্যিই প্রয়োজন।সবশেষে, যাঁরা সবসময় আমার শিল্পীসাধনায় পাশে থেকেছেন সবার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।
আমাদের পরিচয় খুব বেশি দিনের নয় করোনা কালীন সময়ে অনলাইনে পরিচয় হয়েছিল। সেই থেকে তাঁর মানবিকতা ও পরোপকারী মনোভাব তাঁর কাজের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তাঁর মতো ভালো মানুষের সমাজে সত্যিই খুব প্রয়োজন। আমি তাঁর সার্বিক মঙ্গল ও সুস্থতা কামনা করি।
সবশেষে, যাঁরা সবসময় আমার পাশে থেকে শিল্পসাধনায় সহযোগিতা করে আসছেন, তাঁদের সকলের প্রতি রইল আমার চিরকৃতজ্ঞতা। সবাই আমার জন্য শুভকামনা করবেন আমি যেন আমার কর্মের মাধ্যমে মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি।আমার বাবাকে একদিন কথা দিয়েছিলাম আমি ভালো কিছু করব। আজ বাবা নেই, কিন্তু বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি বুকে ধারণ করেই আমি আমার পথচলা অব্যাহত রাখছি।
সকলের শুভকামনায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস।