
কলমেঃ আফসানা আক্তার
চলো এক নতুন কবিতা লিখি
বর্ণ পরিচয়ের মতো নতুন বাংলা দেখি,
আশি বছরের এক বৃদ্ধের বিশ্ব ভ্রমণ
আর দশ বছরের এক সুবোধ সঙ্গী।
কি জানি ভ্রমণ তাদের কতদিনের
দিনে মাপা,না কি জীবনে-
কে জানে –
তবে এটুকু নিশ্চিত –
তারা হিমালয় এসেছে পেরিয়ে
পৌঁছেছে আটশো কিলো দক্ষিণে,
বৃদ্ধ জানে,সব জানে-
সুবোধ বলে,এটা কোন দেশ?
বৃদ্ধ হাসে,রহস্যের হাসি-
এটা যে বাংলাদেশ!
তারা উল্লাস দেখে,
উল্লাস দেখে বিজয় দিবসের,
সুবোধ তাল তোলে,
বৃদ্ধ ভাবে,ভেবেই চলে-
বিজয়!কিসের বিজয়?
দূরে দাঁড়িয়ে নুর হোসেন হাসে
বৃদ্ধ নির্বাক, বিস্ময় নিয়ে দেখে।
কে যেন কাতরায় পেছনে-
বৃদ্ধ দেখে আবরারের টু্ঁটি ফেটে যাচ্ছে,
কি জানি পিপাসায়,নাকি কিছু বলবে-
মীর মুগ্ধ পানির বোতল হাতে আসে এগিয়ে
কেন জানি কাছে আসে না,আসে না হাতের নাগালে।
সামনে উল্লাস,তীব্র উল্লাস
কিসের যেনো বিজয়ের-
ও-দিকে ইনকিলাব থমকে গেছে
ওসমান হাদী বুলেটের ঘায়ে গভীর ঘুমে-
বৃদ্ধ তাকায় এবার নুর হোসেনের দিকে,
হাসে,দু’জনেই হাসে।
হাদি ওঠে ঘুম থেকে,
ওঠে আবরার,মুগ্ধ –
ওরা দেখে,দেখে সবিস্ময়ে –
দেখে বাংলাদেশ বিজয়ে মাতে।
এরা সবাই বাংলাদেশ ভালোবাসে
ভালোবাসে এর মাটি,বায়ু,আকাশ,
নদী,বন,সাগর ভালোবাসে।
ভালোবাসে টং দোকান থেকে ছায়ানট
ডাংগুলি থেকে হা-ডু-ডু সব ভালোবাসে।
বিজয়ীরা কি বোতামে আঁটা বাঙালি ভালোবাসে?
ভালোবাসে কি গণতন্ত্রের রাজনীতি?
নাকি অন্ধ ভালোবাসায় আটকে গেছে তারা?