
কলমেঃ সোনালী বসু
জীবনে এমন ও দিন আসে।
সুখে ও দুচোখ জলে ভাসে।
পথে হঠাৎ করে চলতে চলতে।
বন্ধুত্ব হয় যদি কারো সাথে।
ডানা মেলে উড়তে উড়তে আকাশে।
কতনা মধুর স্বপ্নে মন ভরে আবেশে।
কখনও যদি ডানা গোটাতে হয় ।
হৃদয়ের ভাজে ভাজে অনেক কষ্ট পায়।
মনে পড়ে সব সময় মনোমিতার কথা।
কখনও অকারণে থাকে শুধু নিরবতা।
বন্ধুত্ব এক নিবিড় বন্ধণ।
সদা সুখে ভরে রাখে সে মন।
কত কিছুই তো ভুলতে হয় রোজ।
মনোমিতার কথা ভোলা কি এত সহজ!
বন্ধুর ভালোবাসা কখন ও হয়না মলিন।
আবেগ আর বিবেকের মাঝে সে হয় লীন।
চাওয়া পাওয়া নেই যে সেখানে।
প্রেম শুধু দেয় সে গোপনে মনে।
এই বন্ধুত্বের নেই কোনো সীমান্ত।
কখনও হয়না এর কোন অন্ত।
মনোমিতা তুমি যেখানেই থাক ভালো থেকো।
ভুলে যেওনা তুমি আমায় মনে রেখো।
হয়তো দেখা হবেনা কখন ও কোনদিন।
তবুও ছিড়বেনা কভু এ হৃদয়ের বণ্ধন!