
কলমে: নাজমুন নাহার
নয়টি মাসের রক্তে ভেজা,
একটি গল্প, এক মহাকাব্য লেখা।
মায়ের কান্না, সন্তানের প্রাণ,
বাংলার বুকে সে এক বজ্রবান।
লাল-সবুজের পতাকা আজ,
উড়ছে গর্বে আকাশে বাজ।
শহীদ যারা দিয়েছে তাজ,
তাদেরেই স্মরণে গাই সম্মানসাজ।
১৯৭১, সে এক সংগ্রামের বছর,
যুদ্ধ চলেছিল নয়টি মাসের অন্তর।
রক্তের নদী, অশ্রুর ধারা,
কাঁদে পৃথিবী, কাঁদে ধরণি সারা।
যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়,
যুদ্ধ মানে অধিকার, মনোবল, জয়।
মুক্তিকামী জনতা রুখে দাঁড়ায়,
এক বুক সাহসে শত্রুকে হারায়।
ঢাকার রাস্তায় বাজে তখন গান,
“জয় বাংলা” স্লোগানে কাঁপে বাংলার প্রাণ।
১৬ই ডিসেম্বর — বিজয়ের দিন,
বাংলা পায় স্বাধীনতা, হাসে প্রতিদিন।
এ বিজয় শুধু পতাকার গল্প নয়,
এ বিজয় এক চেতনার, শেষ রক্তবিন্দু ময়।
বীর মুক্তিযোদ্ধা, শহীদ ভাই,
তোমাদের ঋণ শোধ হবে না কভু, ভাই!
চলো আজ করি অঙ্গীকার,
গড়বো দেশ করবো উপকার।
ভুলবো না এই বিজয় কাহিনী,
লিখবো আমরা নতুন ইতিহাসে চিরদিনই।