
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দিবসের শুরুতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এতে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএ কাহার ফাউন্ডেশন, আবদুল গফুর বিজনেস সেন্টার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) হাফিজুর রহমান, এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জননেতা এমএ কাহার, আবদুল গফুর বিজনেস সেন্টারের প্রতিষ্ঠাতা আবদুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবদুল কাইয়ূম, থানার এসআই আল আমিন, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার নুর ইসলাম কাগুচী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।
এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বিজয় মেলা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মহিলা সমাবেশ, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।