মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের আল হেলাল একাডেমি জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এবং নীলফামারী ১ ডোমার ডিমলা আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি এবং নীলফামারী ২ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক লতিফ এবং অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এরপর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।