মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। ‘Victory Cycle Rally 2K25’ শিরোনামে আয়োজিত এ র্যালিতে প্রায় দুই হাজার সাইকেল আরোহী অংশগ্রহণ করেন, যা জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি যাত্রা শুরু করে। পরে এটি জলঢাকা শহরের প্রধান সড়কসমূহ—ডোমার-ডিমলা সড়ক, জলঢাকা বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে সাইকেল চালিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় সংগঠনের সাবেক জেলা সভাপতি মহসিন আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম সহ বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন, যা জলঢাকা শহরের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র্যালি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।