
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় এ্যাবের আহ্বায়ক ও নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, এবং দেশের গণতন্ত্র ও কল্যাণ কামনা করা হয়।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে এ্যাবের একটি প্রতিনিধিদল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাবের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আ. ন. হ. আখতার হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, প্রকৌশলী আব্দুর রউফ, কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এ কে এম জহিরুল ইসলাম, মুনিবুর রহমান চৌধুরী সবুজ, রাকিবুল ইসলাম তালুকদার রোকন, রুহুল আলম, তারিকুল ইসলাম শাহীন, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন, সাইদুর রহমান, আব্দুস সালাম খান, আলিমুল বাহার রিপন, এ টি এম তানবিরুল হাসান তমাল, কে এম আসাদুজ্জামান চুন্নু, ফিরোজ আহমেদ, ইলিয়াছ হোসেন, সেলিম ভূঁইয়া, শাহেদুল আজিম সজল, ফরিদ আহমেদ, মোহাম্মদ আহসানুল রাসেল, শাহাদাত আহমেদ মাসুম, সাব্বির আহমেদ ওসমানী, রবিউল আলম উজ্জ্বল, মাহবুবুল আলম, আহসানুজ্জামান দুলাল, গোলাম মোস্তফা, সাজ্জাদ হোসেন মিলন, মোতাহার হোসেন, সুমায়েল মল্লিক, শামসুদ্দিন, আজিজুল হক পান্না, মোহাম্মদ কামরুল হাসান খান সাইফুল, নুর আমিন লালন, তোফাজ্জল হোসেন সুজন, বিজু বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান মুরাদ, মহব্বত হোসেন, সরোয়ার মওলা, বেলাল সিদ্দিকী সজিব, হাফিজুর রহমান তপু, বি এম ইমরানসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজয় দিবসের এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয় বলে আয়োজকরা জানান।