সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জামাইপাড়া, কালীবাড়ি ও ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিব পদমর্যাদা) এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।