
শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ ও শরীরচর্চা প্রদর্শনী। দিবসটির সূচনা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
পরে তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন দল পরিদর্শন করেন এবং প্যারেডে সালাম গ্রহণ করেন। দেশপ্রেম ও শৃঙ্খলার অনন্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলগুলোর শারীরিক সক্ষমতা ও নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ এ বি এম জাকির হোসেন, পিপিএম। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিজয় দিবস উদযাপনের এ আয়োজন সুনামগঞ্জবাসীর মাঝে নতুন প্রেরণা ও দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।