
প্রেস বিজ্ঞপ্তি:-
১৬ ডিসেম্বর ২০২৫ ইং মহান বিজয় দিবস ৫৪ তম উপলক্ষে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোগকক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফেরদাউস আলম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী, অর্থ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আজীবন সদস্য আবু জাফর মামুন, আকতার হোসাইন, নাজমুল আলম, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, শীমামা সুলতানা, আরো অন্যান্য নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।
প্রথমে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাপদ পালন করা হয় এবং সকলের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়।সভা শেষে এসোসিয়েশন এর সভাপতি বলেন ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস
আজকের এই দিনে, ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমাদের দেশ অর্জন করেছিল চূড়ান্ত স্বাধীনতা। অসংখ্য শহীদ আমাদের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, আর বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসের কারণে আজ আমরা বীরত্ব ও গৌরবের দেশের অধিকারী।
মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি অমর শ্রদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।সবাই বিজয় দিবসের শুভেচ্ছা।
এই সংগঠন টি হচ্ছে যে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে আমরা আত্ন মানবতার সেবায় নিয়োজিত, আসুন আমরা সকলে মিলে এসোসিয়েশন পরিবারের একজন গর্বিত হই।