কলমেঃ সোনালী বসু
কোথায় হারিয়ে গেলে তুমি ভাবি বসে একা একা,
এসেছিলে তুমি হঠাৎ দিয়েছিলে কেন বলো দেখা।
আমি তো ভাবিনি কখনও এমন হবে,
আমার হৃদয় আকাশে তুমি ধূমকেতু হয়ে উঠবে।
জানি একদিন তুমি আমায় আাবার দেখা দেবে।
তোমার আমার না বলা যত কথা সেদিন বলা হবে।
নানা কাজের মাঝে ডুবে আছ কত ঝামেলায়।
দেখা হয়না কথাও নয় তবুও জড়িয়ে আছি মমতায়।
জানালা দিয়ে দখিনা বাতাস এসে বলে যায়।
আসছ তুমি কাজ শেষে আর সেদিন দুরে নয়।
প্রতিক্ষার প্রহর গুনে গুনে দিন চলে যায়।
তুমি আসবে কখন কোন সে বিকেল বেলায়!
কখনো এসে যদিও আমায় না পাও খুঁজে।
মানুষের ভিড়ে হারাই যদি পাবে হৃদয় মাঝে।
সময় চলে যায় ফুল ফুটে যায় ঝরে ঝরে।
অতীতের স্মৃতি তবুও ডাকে ফিরে ফিরে।
নতুন দিনের শুভ বসন্ত বেলার সুচনায়,
পথ চেয়ে রব তোমার আসার আশায়।
অজানা সুখের স্রোতে মোরা ভেসে চলেছি সবাই।
পৃথিবীতে থাকব কতদিন কারো জানা নাই।
তোমার আমার সুখের অনুভূতি কভু হারাবেনা।
এই বিশ্বাস নিয়ে নতুন পথে এগিয়ে চলব দুজনা।