কলমেঃ মোঃ মুকিত ইসলাম
লাল সবুজের এই দেশ
সকলের কাছে চিরচেনা।
লাখো শহীদের রক্তের বিনিময়ে
আজকের এই স্বাধীনতা কেনা।।
ডিসেম্বর শুধু নয় ক্যালেন্ডারে
থাকা কোনো মাস।
ডিসেম্বর হাজারো বাঙালির
অর্জিত স্বাধীনতার ইতিহাস।।
ডিসেম্বরের ১৬ তারিখ
পাকসেনা হয়েছিল পরাজয়।
ডিসেম্বরে বাঙালি পেয়েছিলো
স্বাধীনতার বিজয়।।
দীর্ঘ নয় মাসের প্রসূতির ফলে
উঠেছে আবার নতুন ঘাস।
ডিসেম্বর লাখো বাঙালির অনুপ্রেরণা
এক অনন্ত বিজয়ের মাস।।