
জন্নাতুল ফেরদৌস রিফা
সৃষ্টিকর্তা আল্লাহকে করব আমি ভয়
মিথ্যাকে বর্জন করে সত্যকে করব জয়।
সত্যমিথ্যার যুদ্ধে আমি ন্যায়ের পক্ষে লড়ব
সত্যের জন্য রক্ত দিয়ে সত্যটা গড়ব।
ন্যায় অন্যায়ের লড়াইয়ে ন্যায়কে গড়ব
অন্যায় অবিচার এলে নিজ হাতে টুটাব।
যে জাতি অন্যায়কে নিরবে সহ্য করে
কর্তব্যের সঙ্গে তারা ঘাতকতা করে।
সত্যের দুনিয়াতে মিথ্যা বলা মহাপাপ
মিথ্যার স্রোতে জাতিরা দিবেন না ঝাঁপ।
সততার পরিচয় কেবল সুন্দর আর্দশ
অসত্যের পথে কেউ দিবেন না পরামর্শ।
ধরণীর মাঝে আছেন যত মনীষী গুণীজন
দিয়ে গেছেন সত্যবাণী আমাদের প্রয়োজন।
সত্য কথা মানুষকে করে চির আলোকিত
সকল সময় সমাজকে মিথ্যা করে ঘৃণিত ।
সততা দেখা পেলে এগিয়ে সেইখানে যাব
সকল সময় সততার কাসিদা সর্বত্র গাবো।
সত্য তথ্য সত্যকথা বলতে পাবো না ভয়
হকবাতিলের মাঝে চিরদিন সত্যের হউক জয়।