খুলনা অফিস:-
খুলনার কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম সংরক্ষণের লক্ষ্যে প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ গ্রন্থ “খুলনার কবি–সাহিত্যিকদের জীবনালেখ্য”। কবি নাসির আহমেদের সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থটি বিজয় দিবসের দিন সকাল ১০ ঘটিকায় খুলনা আর্ট একাডেমিতে এসে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দিয়ে বলেন বইটির ভূমিকার অংশে উল্লেখ করেছি আপনার নাম। কারণ এই বইটির কবিদের জীবনী সংগ্রহ করতে আপনি আমাকে সহযোগিতা করেছেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বইটি হাতে তুলে নিয়ে অত্যন্ত আনন্দিত এবং তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক নবীন চারু শিল্পীরা বইটি খুলে দেখেন। এবং তারাও খুব আনন্দিত হন। গ্রন্থটিতে খুলনা বিভাগের ৩১৭ জন কবি ও সাহিত্যিকের সংক্ষিপ্ত জীবনালেখ্য স্থান পেয়েছে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে অবহেলিত ও অপ্রকাশিত সাহিত্যসাধকদের জীবন ও অবদান সংরক্ষণে এটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। নিজ উদ্যোগ ও নিজ অর্থায়নে কবি নাসির আহমেদ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল ঘুরে তথ্য সংগ্রহ করে এই গ্রন্থ সম্পাদনা করেন। এ উপলক্ষে কবি নাসির আহমেদ বলেন, “এই কাজ সফল হোক বা ব্যর্থ, নীরবে ও নিষ্ঠার সঙ্গে সাহিত্যভিত্তিক দায়িত্ব পালন করাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই উদ্যোগকে খুলনার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে কবি নাসির আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।গ্রন্থটির পরবর্তী পর্বে বাদপড়া কবি ও সাহিত্যিকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সম্পাদক জানিয়েছেন। খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনার কবি সাহিত্যিকদের জীবনা লেখ্য প্রথম খন্ড প্রকাশ করায় কবি নাসির আহমেদকে ধন্যবাদ জানান।