রাজাকুন্নাহার সুমী, বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে:
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের উদ্যোগে বাজিতপুর উপজেলায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
দু'দিনব্যাপী বৃত্তি পরীক্ষার প্রথম দিনে বুধবার ১৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জিল্লু এবং বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম। তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় অভিভাবকরাও এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।