খুলনা অফিস:-
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে খুলনার গল্লামারী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু, নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম তুহিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। বিজয়ের এই দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।