মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩ ক্যাটাগরি ৮৬ জন নিবার্চিত সিআইপি'দের সম্মাননা সনদ-কার্ড ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এর কাছ থেকে ক্রেষ্ট গ্রহন করছেন চন্দনাইশের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও রাহী ওয়ান ট্রাভেলস এর চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী।
১৭ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেষ্ট, কার্ড ও সনদ প্রদান করা হয়।
শফিকুল ইসলাম রাহী, চন্দনাইশ উপজেলার খাগরিয়া ইউনিয়নের একজন আলোকিত মানবিক ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একজন সামাজিক, রাজনৈতিক ও স্বনামধন্য ব্যবসায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত ১৪ ডিসেম্বর -২০২৫ ইংরেজি জারীকৃত প্রজ্ঞাপনে ২০২৪-২০২৫ অর্থবছরে বৈদেশিক অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ ২০২৭ সালের জন্য বাংলাদেশের বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্ররণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরীতে ৮৬ জন প্রবাসী "বাণিজ্যিক গুরুত্বপূর্ণ" ব্যক্তির মধ্যে ডুবাই রাহী ওয়ান ট্রাভেলস এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম রাহী "সিআইপি" হিসেবে গৌরব অর্জন করেন।
তাঁর এই "সিআইপি" সম্মাননা অর্জনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সামাজিক, মানবিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছেন।