
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রসুলগঞ্জ বাজার সংলগ্ন ডাউকা নদীর পাড়ে সরকারি খাস জায়গায় নির্মিত অবৈধ দোকানঘর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় ভেঙে দেয়া হয়। এ সময় অবৈধ দোকান নির্মাণকারী কাউকে ঘটানস্থলে পাওয়া যায়নি। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।