বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ হারুন উর রশিদ সিকদারকে সংবর্ধনা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

গত ১১ই ডিসেম্বর ২৫ বৃহষ্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে আমার চাকুরীর শেষ দিন। ৩৪ বছর ৯ মাস ৫ দিন একাধারে প্রাণের এই ব্যাংকে চাকুরী শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে নুতন এক জীবন। জীবনের শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে চট্গ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম(সম্মান) ও এম.কম শেষ করে গত ০৭/০৩/১৯৯১ তারিখে যে নুতন ধরা- বাঁধা ও শৃংখলিত জীবনের শুরু হয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, টেকনাফ শাখায় চাকুরীর মাধ্যমে পরবর্তীতে আগ্রাবাদ শাখা, খাতুনগন্জ শাখা, পটিয়া শাখা, আন্দরকিল্লাহ শাখা, সিডিএ এভিনিউ শাখা, রামু শাখা (ম্যানেজার হিসাবে) , লোহাগাড়া শাখা (ম্যানেজার হিসাবে) এবং সর্বশেষ চট্টগ্রাম সাউথ জোন থেকে তাহা সফলতার সাথে শেষ হলো। দীর্ঘ এই চাকুরী জীবনে অনেক সহকর্মী, অধস্হন ও উর্ধতন কর্মচারী ও কর্মকর্তা সহ অনেক গ্রাহক, শুভানুধ্যায়ী, আত্নীয়স্বজন ও আপামর জনতার ভালবাসায় সিক্ত হয়েছি। তাদের সবাইকে মহান আল্লাহতায়ালা দুনিয়া ও পরকালীন অশেষ কল্যান ও নেয়ামত দান করুক মাবুদের কাছে এই ফরিয়াদ কামনা করলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি আরো বলেন- এই জীবনে আমার দ্বারা বা আমার আচরনে কোন ধরনের কেউ ক্ষতিগ্রস্হ বা মনক্ষুন্ন হলে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, আশা করি ক্ষমা করে দিবেন।তাছাড়া ইসলামী ব্যংক থেকে অবসর এ যাচ্ছি ঠিকই কিন্তু আল্লাহতায়ালার শেষ ফয়সালা পর্য্যন্ত জীবনকে চলমান রাখতে পারি মত সবার কাছে দোয়া চাচ্ছি।আমার ও আমার কলিগ মুহিব ভাইয়ের অবসরজনিত এই বিদায় উপলক্ষে ইসলামী ব্যাংক, চট্টগ্রাম সাউথ জোন এর উদ্যেগে এক বর্নাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও হেড অব সাউথ জোন মোহাম্মদ আব্দুর রব মৃধা এবং প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব নর্থ জোন শহীদুল্লাহ মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যথাক্রমে আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান ব্যাংকের এসভিপি মোহাম্মদ সানাউল্লাহ, খাতুনগন্জ কর্পোরেট শাখার প্রধান ব্যাংকের এসভিপি জামাল উদ্দীন এবং আইবিটিআরএ চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক ব্যাংকের এসভিপি মন্জুরুল ইসলাম। অন্যানাদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য প্রদান করেন আগ্রাবাদ কর্পোরেট শাখার সাবেক শাখা প্রধান মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম সাউথ জোনের ভিপি এন এম শহীদ উল্লাহ, আগ্রাবাদ কর্পোরেট শাখার ভিপি জাফর উদ্দীন, বিদায়ী কলিগ ব্যাংকের এভিপি মুহিবুল হক, চট্টগ্রাম সাউথ জোনের এভিপি কবির আহমদ, এফএভিপি জনাব মামুনুর রশীদ, এফএভিপি খাজা খালেদ, এফএভিপি ফরিদুল ইসলাম চট্টগ্রাম সাউথ জোনের আরডিএস ইনচার্জ নুর উন্ নবী, এসপিও জসীম উদ্দীন, এসপিও জনাব তানভীর, জনাব আলাউদ্দীন, মহিউদ্দীনসহ আরও অনেকে।প্রোগ্রামটি শফিউল্লাহ আল মামুন কর্তৃক কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পুরো অনুষ্ঠানটি চমৎকারভাবে সন্চালনা করেন চট্টগ্রাম দক্ষিন জোনের এসপিও রাশেদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102