
পটুয়াখালী সংবাদদাতা:-
ইয়ুথ পাওয়ার পটুয়াখালী টিমের উদ্যোগে গলাচিপা উপজেলা টিমের সদস্যদের অংশগ্রহণে চরবিশ্বাস ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল, চাদর ও বিভিন্ন ধরনের শীতের গরম পোশাক বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত সহকারী টিম লিডার সাইফুল ইসলাম রবি বলেন,
“শীত মৌসুমে অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ইয়ুথ পাওয়ার সবসময় মানবতার পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। সমাজের সামর্থ্যবান সবাইকে আহ্বান জানাই—আপনাদের সামান্য সহযোগিতায় অনেক পরিবার শীতের কষ্ট থেকে রক্ষা পেতে পারে।”
এছাড়া সংগঠনের সদস্য অনিক বলেন,
“মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। শীতের এই সময়ে হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। ইয়ুথ পাওয়ারের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। আগ্রহী যে কেউ শীতবস্ত্র, কম্বল, চাদর ও গরম পোশাক প্রদান করে এই উদ্যোগে সহযোগিতা করতে পারেন।