প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৪৫ এ.এম
কটিয়াদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ডিসেম্বর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। উক্ত র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ জেলা নির্বাহী ( ইউ এন ও)কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় আর ও উপস্থিত ছিলেনকটিয়াদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ তার বক্তব্যে বলেন, বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। তবে আমাদের মনে রাখতে হবে কেবল জনশক্তি পাঠালেই চলবে না,দক্ষ জন শক্তি পাঠাতে হবে। সরকার নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে নানা কার্যক্রম গ্রহণ করেছেন তিনি আরো বলেন ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে একদিকে যেমন নিজের আয় বাড়বে, অন্যদিকে দেশের সুনাম বৃদ্ধি পাবে। কোন অবস্থাতেই কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ না জান, সে বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com