
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কটিয়াদী উপজেলায় নবাগতা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শামীমা আফরোজ মারলিজ। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থল কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদানের সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কটিয়দী উপজেলার ভারপ্রাপ্ত (ইউএনও) হিসেবে দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবাগতা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং নেত্রকোনা জেলার বারহাট্টা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরতা ছিলেন। পরবর্তীতে কিছুদিনের জন্য তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও কর্মরত ছিলেন। তার পূর্বে তিনি মৌলভীবাজার জেলায় ও সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।