কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি যতোই আমায় জড়াও জটিলতায়
নিষ্পাপ ম-ম ইচ্ছে তোমায় সহজ করে নেয়,
আমার উৎফুল্লে সখের বাতাসে উড়া রেণু
বাজে মধুর সুরে কৃষ্ণের মুখে অনাভ্যসের বেণু!
গরল গিলিতে হয় প্রেম যমুনায়
কিছু তার দ্রবীভূত হয়, ওগো সবকিছু নয়!
আবেগের বেগ সামলাতে, চপলার গতি দমাতে
আমার প্রেম সৌন্দর্যের দ্রাক্ষারস ফোটায় ফোটায় চায় কমাতে!
চারুশীলা প্রণয় রসায়ন পুত পবিত্র হলো যবে
নিষ্ঠুরের নিরমাল্য হাতে যুগ-যুগান্তর অমিল রবে!
মলয় প্রবাহিত ধরাধামের ভূগর্ভ মাপা যায়না
নিস্কলক পুরুষ সাধনায়, মনের কপনায় বিলিন হয় না!