
মোঃ জাবেদুল ইসলাম
মনি মেয়েটি খুব ভালো,
ভালো তার মন।
মনির কাছে আছে লুকিয়ে,
সাত রাজার ধন।
গোমরা মুখি নয়তো যেন,
মুখে হাসির ঝলক।
এক দৃষ্টিতে তাকিয়ে থাকে,
পরেনা চোখের পলক।
মিষ্টি মধুর কথা বলে,
আছে কথার রস।
শুনতে দারুণ লাগে মজা,
হয় খুশি তার বস।
মনি মেয়েটি সাদা সিধা,
নাই অহংকার কোন।
সবার সঙ্গে ভাব জমিয়ে,
মনি চলে ফিরে যেন।