
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ইভেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলন ও রেস টি শার্ট ও মেডেল উন্মোচন অনুষ্ঠান ১৮ ডিসেম্বর সিজেকেএস শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম এর আয়োজনে ৪র্থবারের মতো এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ এর সার্বিক বিষয় তুলে ধরেন ম্যারাথনের আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, চুনতি সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি বাবর হোসেন ছিদ্দিকী,সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম, কনফিডেন্স সল্ট লিমিটেড এর প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ এবং ম্যারাথনের রেস ডিরেক্টর কাজী শরিফুল ইসলাম। ইলেকট্টনিক ও প্রিন্ট মিড়িয়ার সংবাদিকদের সম্মানে আয়োজিত উক্ত অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন ম্যারাথন ২০২৫ নির্বাহী কমিটির সদস্য মোঃ নাঈম নিমু, মোঃ সাদুর রহমান, জাবেদ আব্বাস ছিদ্দিকী, মাহমুদুর রহমান ছিদ্দিকী তোয়াফ, নাজেম উদ্দিন ছিদ্দিকী,ইসহাক খান মুকুট, আব্দুল আজিজ শোয়েব, এজেএম খালেদ,কাজী রকিবুল ইসলাম, ইমতিয়াজ হোসেন খান, মোঃ ইফতি, জায়েদ, আয়ান, শব্বির সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ এর মেডেল ও রেস টি-শার্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
উল্লেখ্য, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে কনফিডেন্স সল্ট লিমিটেড। এসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছেন ইস্পাহানি, সামুদা স্পেক কেমিক্যাল লিমিটেড, মুভার ও প্রথম আলো। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে প্লাসনেট, সাউন্ড হেলথ হসপিটাল, ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, লাইটহাউজ চুনতি, আপসাইট বাংলাদেশ এবং পেইজএক্স।
বক্তারা আশা প্রকাশ করেন, চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ক্রীড়াচর্চা প্রসার এবং গ্রামীণ পর্যায়ে আন্তর্জাতিক মানের আয়োজক হিসাবে স্বীকৃতি পাবে।