জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কচিকাঁচা সোনামণিদের নিয়ে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও জগন্নাথপুর যুব ফোরামের যৌথ আয়োজনে একটি শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুলে গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. জগন্নাথপুর উপজেলা ভিত্তিক প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষক নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মতিউর রহমান বিপ্লব, প্রধান শিক্ষক, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুল। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নুরুল হক, সভাপতি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি; জনাব রুহুল আমিন, সাধারণ সম্পাদক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি; জনাব হুমায়ুন কবির, সভাপতি, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এবং জনাব আশিক মিয়া, সহকারী শিক্ষক, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুল।
মেধাবৃত্তি পরীক্ষা উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জনাব জালাল উদ্দীন, প্রধান শিক্ষক, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব জামাল উদ্দিন বেলাল, সভাপতি, জগন্নাথপুর যুব ফোরাম; জনাব সনজিপ কুমার রায়, প্রধান শিক্ষক, ড্রীম ফ্লাওয়ার একাডেমি; জনাব বিনয় কুমার সরকার প্রধান শিক্ষক, নার্সারি স্কুল জগন্নাথপুর; জনাব মাসুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব সাইদুল ইসলাম বাবলু, মহাসচিব, স্থায়ী কমিটি ফেয়ার ফেইস জগন্নাথপুর; জনাব আমিনুর রহমান হিমেল, সহ-সভাপতি, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব আলী হোসেন, সাধারণ সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব রুমন আহমেদ ভূইয়া, প্রচার সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব আবুল কালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব কয়েছ মামুন, প্রচার সম্পাদক, জগন্নাথপুর যুব ফোরাম; জনাব আবু হানিফ সুমন, সিনিয়র সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এবং জনাব রুমন আহমেদ, সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত অভিভাবকগণ এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।