মোঃ মাইদুল ইসলাম:-
রংপুর নগরীর বহুল পরিচিত ‘ডিসির মোড়’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদীর মোড়’ নামকরণ করা হয়েছে। জুলাই যোদ্ধা হাদী গতকাল শহীদ হওয়ায় তাঁর স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই নামকরণের পক্ষে মত দেন। তারা বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর নামে মোড়টির নামকরণ একটি যথার্থ ও সম্মানজনক উদ্যোগ।
জানা গেছে, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকার জন্য হাদী এলাকায় একজন পরিচিত ও শ্রদ্ধেয় মুখ ছিলেন। আন্দোলন চলাকালে গতকাল তিনি শহীদ হলে নগরীতে শোকের আবহ তৈরি হয়। এরপর স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে মোড়টির নাম পরিবর্তনের দাবি জানান।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে সহায়তা করবে।