
মোঃ জাবেদুল ইসলাম
দেশকে নিয়ে লেখো কবিতা
লেখো দেশের গান।
গল্প লেখো ছড়া লেখো
রাখো দেশের মান।
সত্যি তুমি দেশ প্রেমিক,
দেশকে ভালোবাসো।
দেশের মাটি, দেশের মানুষ
প্রাণটা খুলে হাসো।
দেশটা আমার সবার প্রিয়,
দারুণ ভালো বাসি।
মিলে মিশে থাকি মোরা,
স্বপ্ন সুখে যে ভাসি।
এ দেশেতে থাকে আমার,
বাবা মা ভাই বোন।
এ দেশ ছেড়ে অন্য কোথাও,
চায় না যেতে মন।
দেশের তরে দিয়েছে প্রাণ,
দাদা, নানা মামা।
বন্ধু বান্ধব প্রতিবেশি,
আছে হলফ নামা।
তাঁদের প্রতি জানাই আমি,
ছালাম নমস্কার।
তাদের মত দেশপ্রেমিক,
পাব না তো আর।
তারা দিল তাজা রক্ত,
দিল নিজের প্রাণ।
লাল সবুজের পতাকা টা,
করলো মোদের দান।
তাদের দেয়া দেশটাতে আজ,
চলতেছে অরাজকতা।
মরছে মানুষ রক্তপাত আর,
নিষ্ঠুর বর্বরতা।
চারদিকে জ্বলছে আগুন,
কান্নার আওয়াজ চলে।
পাথর পিষা খাবে যে ভাই,
যদি সে কথা বলে।
এই দেশে মুক্তিযোদ্ধাদের
নাই আজ সম্মান।
তাদের দেখে ভর্সনা করে,
করে শুধু অপমান।
কতো জ্ঞানী গুণীজন আজ
দেখছে তাকিয়ে তাহা।
হাতে তালি দিচ্ছে আবার,
বলছে আহা! আহা!
দেশটা হলো আমার তোমার,
দেশটা হলো সবার।
দেশের প্রতি চুপ থেকো না,
গর্জে উঠো আবার।
দেশকে নিয়ে লেখো কবিতা,
লেখো দেশের গান।
গল্প লেখো ছড়া লেখো,
রাখো দেশের মান।