মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী জেলার ডিমলা ডোমার সহ কয় একটি উপজেলার আকাশের উপর দিয়ে একটি অজ্ঞাত উজ্জ্বল আলো অতিক্রম করতে দেখা গেছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আকাশে দ্রুতগতিতে ওই আলোটি চলে যেতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোটি যাওয়ার সময় হালকা শব্দ অনুভূত হয় এবং মুহূর্তের মধ্যেই তা দৃষ্টির আড়ালে চলে যায়। অনেকেই বিষয়টি মোবাইলে ধারণ করার চেষ্টা করলেও দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ায় তা তেমন একটা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে উল্কা, কেউ ড্রোন বা অন্য কোনো আকাশযান বলে ধারণা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জনসাধারন ঘটনার প্রকৃত কারণ জানার দাবি