মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
লোহাগাড়া ভবন মালিকদের সংগঠন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সম্মানিত প্রচার সম্পাদক ও শাহ আমানত টাওয়ারের সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মালেক শাহ সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের আহবায়ক ও হাশেম পার্কের সত্ত্বাধিকারী আলহাজ্ব আবুল হাশেম সাহেব উনাকে একটা সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ভবন মালিক এসোসিয়েশন এর সম্মানে গতকাল ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, রাত ৯ টায় শাহ আব্দুল মালেক টাওয়ারের ২য় তলায় আবদুল মালেক শাহ'র সৌজন্যে ভাপা পিঠার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রচার সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব আব্দুল মালেক শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক ও ইলিয়াস ভবনের মালিক মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক ও জাহাঙ্গীর টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও মক্কা ভবনের মালিক আবুল কাশেম, মমতাজ ভবনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও হাজী মুনির ভবনের মালিক হাজী মুনির আহমেদ, তুষার টাওয়ারের সত্ত্বাধিকারী তুষার কান্তি বড়ুয়া, সামরাস ট্রাভেলস ট্যুরস এর চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিক, কপিল ভবনের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কপিল উদ্দিন, ব্যবসায়ী নুরুল আমিন,দেলোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
উপস্থিত সদস্যদের বিনোদন দিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার,, মোহাম্মদ আব্বাস উদ্দিন এর পরিচালনায় শিল্পী নাছির মাহমুদ, কৌতুকার মাঈনুদ্দিন, শিল্পী আরিফ বিল্লাহ' চমৎকার সংগীত পরিবেশন করে সবার মন জয় করেন।