মোঃ জাবেদুল ইসলাম
এই দুনিয়ায় সবার সেরা,
আমার প্রিয় মা।
তাহার চেয়ে এতো প্রিয়,
অন্য কেহ হয় না।
মা দেয় আদর সোহাগ,
দেয় ভালোবাসা।
মায়ের কাছে সন্তানেরা,
করে সুখের আশা।
মা দেয সেবা যত্ন,
দেয় স্নেহ মমতা।
মায়ের মতন সেবা দেয়ার,
নাই কারোর ক্ষমতা।
মা জননী দেয় দোয়া,
দেয় আর্শীবাদ।
মায়ের দোয়া ছাড়া সণ্তানের
হবে সব বরবাদ।
এই দুনিয়ায় মায়ের পরশ,
মায়ের ভালোবাসা।
মায়ের পরশ পেলে সন্তান,
বড় হওয়ার আশা।