কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমি আকাশে-বাতাসে জলে ভেসে ভেসে
ফিরে আসি আমার বাংলা মা'র, বুকে অবশেষে!
জলে ডুবে শ্বাসপ্রশ্বাস নিতে কূলে উঠে, তোমার আশ্রয় খুঁজি
আমি মহাবিশ্বের সব মহাদেশ ঘুরে, ফিরে তোমায় নতুন করে বুঝি!
তুমি আমার হৃদয় ছোঁয়া মনো কাড়া মা আমার, মাতৃভূমি
তোমার নিখিল নীল আকাশ, শ্যামল শস্য ক্ষেত চুমি,
তোমার আউল বাউলের মন্দিরা ঢোল, তবলায় ঘুরি ফিরি
যখন যে দেশে যা-ই যত মরু হিমাদ্রি, তোমার মুখ খানা স্মরি!
তোমার শস্য শ্যামল আঁচল তলে, মা'য়ের পরশ জাগায় আশা
আমরা তোমার লক্ষ সন্তান, মুচি বাগদী ডোম চাষা!
ক্লান্তি শেষে গায়ের গামছা মেলে বটের তলে, যাই শুয়ে
আমি নিশ্চিত নিরাপদ তোমার বুকে, নদী খালবিল ডাঙ্গা ভূঁইয়ে!
ঝরা বকুল গন্ধে তোমায় খুঁজি মাগো, তুমি আমার 'দেশ'
আমি যেখানে যাই, যেথা ঘুরি, তোমার বুকে এসে আমার ঠিকানা হয় শেষ!