কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
শহীদ ওসমান হাদি, নামটি আগুনের মতো,
বুকের ভেতর দেশ জ্বলে, ভয় ছিল না ততো।
অন্যায়ের আঁধার ভেঙে উঠেছিলেন একা,
সত্যের পথে চলার শপথ ছিল অটুট রেখা।
মাটির গন্ধে শপথ নিলেন, বাংলাই তাঁর প্রাণ,
মায়ের চোখে জল দেখেও নিলেন কঠিন মান।
বন্দুকের মুখে দাঁড়িয়েও কাঁপেনি হৃদয়,
মৃত্যুকে তুচ্ছ ভেবে করেছেন সত্যের জয়।
শত্রুর চোখে চোখ রেখে বলেছিলেন না,
ন্যায়ের পথে পিছু হটা তাঁর কাছে মানা।
রক্তে লিখে গেলেন ইতিহাসের গান,
সাহসের মানচিত্রে আঁকলেন নতুন মান।
রাতের শেষে ভোর আসে—এই বিশ্বাসে দৃঢ়,
নিজের জীবন দিলেও দেশ রাখলেন স্থির।
সহযোদ্ধার কাঁধে হাত, কণ্ঠে দৃপ্ত সুর,
ঝড়ের মাঝেও দীপ জ্বালালেন নির্ভীক নূর।
মায়ের দোয়া, দেশের ডাক—এক সুতোয় বাঁধা,
ওসমান হাদির নামে জাগে অমর গাথা।
আজও যখন অন্যায় উঠে মাথা উঁচু করে,
তাঁর নামেই শক্তি পাই আমরা বুক ভরে।