
কলমেঃ পূর্ণিমা রানী দেবনাথ
তোমার আমার এ প্রেম ফুটেছিল
বসন্তের দখিণ রঙেন হাওয়ায়।
দুলেছিল অনুরাগের দোলায় মাধবী মায়ায়
কিংশুকের বিকশিত পাপড়ির রক্তিম আভায।
ঝরে গেল সেই প্রাণহীন প্রেমস্পন্দন
তখন ঘনঘোর শ্রাবণ,
মানে না মন, নয়নে তুফান
আমি একা পথে অঝোর বরিষণ।
দাঁড়িয়েছিলাম একা ভিজে ভিজে গায়ে
মন মহুয়া তলে নযন জলে,
তুমি বলেছিলে ডেকে যাচ্ছ ভিজে
সবকিছু ভুলে এসো মোর ছায়া তলে।
ছিড়ে গেছে বাঁধন ভেঙে গেছে মন
বিরহ দহনে যতোবার পুড়েছে পরাণ,
ততোবার কি কারণ
অনুভূতির দুয়ারে দলেছো চরণ।
অকারণে নয়নে তুলেছো রোদন
আমি সেই শ্রাবণ।
বরিষণে ভেসে যাবে ভুবন
তবুও মানে না কোন বারণ।
তবো আকাশে ওড়ে ধূসর ধূলো
অভিমানে জমে না ঘন মেঘ,
মেঘের নয়নে ঝরে না শ্রাবণ বিরহ কাতর
ওড়ে না বিহঙ্গ ভাসে না শুভ্র শরৎ।
আমার পথ ভিন্ন ধরণ শ্রাবণ বরণ
একালা পথে চলে চরণ।
মেঘের বিরহ কাঁদন ভিজি সারাক্ষণ
মন বাতায়নে দেখি তারে নয়ন মানে না শাসন।